Congress' Donate for Desh Campaign: কংগ্রেসের 'ডোনেট ফর দেশ' হল 'চুরি', টাকা যাবে বিজেপির পকেটে!
Updated: 19 Dec 2023, 12:32 PM ISTসম্প্রতি 'ডোনেট ফর দেশ' নামে একটি দান কর্মসূচির ঘোষণা করেছিল কংগ্রেস। আর সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দেখা গেল, এই কর্মসূচির নামে ইতিমধ্যেই ওয়েবসাইট খোলা আছে। এবং এর মধ্যে একটি ওয়েবসাইট বিজেপির। অপরটি বিজেপি ঘেঁষা সংবাদ ওয়েবসাইট 'অপ ইন্ডিয়া'র।
পরবর্তী ফটো গ্যালারি