বাংলা নিউজ > ছবিঘর > Congress MLA arrested in Nuh Violence: হরিয়ানা হিংসা কাণ্ডে রাজস্থান থেকে গ্রেফতার কংগ্রেস বিধায়ক, নুহ-তে জারি ১৪৪ ধারা

Congress MLA arrested in Nuh Violence: হরিয়ানা হিংসা কাণ্ডে রাজস্থান থেকে গ্রেফতার কংগ্রেস বিধায়ক, নুহ-তে জারি ১৪৪ ধারা

হরিয়ানার নুহ জেলায় কয়েকদিন আগে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হল কংগ্রেস বিধায়ককে। ধৃত কংগ্রেস বিধায়ক মাম্মান খান হরিয়ানার ফিরোজপুর ঝিরকা থেকে নির্বাচিত হয়েছিলেন। আজ এই কংগ্রেস বিধায়ককে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।