কলকাতার রাস্তায় যমরাজ, মাস্ক না পরলেই মুগুর দিয়ে মাথায় মার
Updated: 25 Apr 2020, 10:11 AM ISTপুলিশ পারছে না। তাই একেবার খোদ যমরাজের ডাক পড়ল এবার। তার কথা শুনে হয়তো আইন মানবেন সাধারণ মানুষ। কলকাতার রাস্তায় এভাবেই অভিনব কায়দায় চলল করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রচার। করোনায় সারা বিশ্বে প্রায় দুই লক্ষ মানুষ মারা গিয়েছেন। দেশে মৃতের সংখ্যা ৭০০-র ওপর। তাই হয়তো মৃত্যুর দেবতা যমরাজের ডাক পড়ল।
পরবর্তী ফটো গ্যালারি