সোমবারই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আজ তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামী কয়েকদিনেই এই ঘূর্ণিঝড় 'সিভিয়ার স্টর্ম' বা শক্তিশালী ঝড়ে পরিণত হবে। সেই সময় এই ঝড়ের গতি ঘণ্টায় ১৩০ কিমি হতে পারে।
1/5আজকে গভীর নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরের ওপর অবস্থিত নিম্নচাপটি। এরপরই জানা যাবে যে ঠিক কোথায় স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। তার আগেই অবশ্য আইএমডি জানি দিল যে ঘূর্ণিঝড় মোখার জেরে আগামী কয়েকদিনে ১৩০ কিমি প্রতি ঘণ্টা বেগ ছুঁতে পারে বাতাসের গতি। ১২ তারিখ এই সিস্টেমটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। (via REUTERS)
2/5আইএমডি জানিয়েছে, আজকে এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর আগামিকাল, ১০ মে এটি ঘূর্ণিঝড় মোখায় পরিণত হবে। ১২ তারিখ নাগাদ এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিক এবং মায়ানমারের দিকে এগিয়ে যেতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আপাতত এই সিস্টেমের জেরে প্রবল বর্ষণ হচ্ছে। আগামী কয়েকদিন তা জারি থাকবে। (via REUTERS)
3/5এদিকে বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে অবস্থান করছে নিম্নচাপটি। আগামীতে তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর বাঁকা নিয়ে এই ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব দিকে ছুটবে। বর্তমানে এই নিম্নচাপের ফলে কালো মেঘের রেখা বিরাজ করছে দক্ষিণী রাজ্যগুলির ওপরে। তামিলনাড়ু,, কেরল, অন্ধ্র, তেলাঙ্গানা এবং দক্ষিণ কর্ণাটকে এর জেরে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। (via REUTERS)
4/5আইএমডি জানিয়েছে, ঠিক কোথায়, কখন এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে এবং সেই সময় এর গতি কত থাকবে, সেই বিষয়ে নিশ্চিত করে জানানো যেতে পারে মঙ্গলবার। গভীর নিম্নচাপ সৃষ্টি হতে এই ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল বলেও জানিয়েছে আইএমডি। এই আবহে ঘূর্ণিঝড় যে ক্রমেই শক্তি বাড়াবে, সেই বিষয়ে একপ্রকার নিশ্চিত আবহাওয়াবিদরা। এদিকে সমুদ্র একদিন উত্তাল থাকবে। আন্দামান ও ভারতের পূর্ব উপকূলের কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা ৬ থেকে ১৪ মিটার হতে পারে। (via REUTERS)
5/5এদিকে পাকিস্তান ও জম্মু-কাশ্মীরের ওপরও একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে আগামী কয়েকদিন। উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টি হবে এর জন্য। এদিকে উত্তর-পূর্ব ভারতেও বৃষ্টি হবে আজ। এর জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে গাঙ্গেও পশ্চিমবঙ্গে আজ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে। এর জেরে কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। (via REUTERS)