Delhi Capitals Squad IPL 2024: অনামী কুশাগ্রার পিছনে ৭.২ কোটি খরচ করল দিল্লি, ধারেকাছে নেই বিদেশিরাও,কেমন নিলাম হল DC-র?
Updated: 20 Dec 2023, 12:33 AM ISTদিল্লি ক্যাপিটালস নিলাম থেকে ৯ জন ক্রিকেটারকেই নিতে পারতো। তারা সব কটি জায়গাই ভরাট করে ফেলেছে। তার পরেও দিল্লির ঝুলিতে থেকে গিয়েছে ৯ কোটি ৯০ লাখ টাকা। ৮ বিদেশি-সহ দিল্লি ক্যাপিটালসে এবার রয়েছেন ২৫ জন ক্রিকেটার।
পরবর্তী ফটো গ্যালারি