বাংলা নিউজ > ছবিঘর > Bowbazar Metro Latest Update: খুশির পুজোই হল কাঁটা, মেট্রোর সমস্যা মিটতে লাগবে আরও বেশি সময়

Bowbazar Metro Latest Update: খুশির পুজোই হল কাঁটা, মেট্রোর সমস্যা মিটতে লাগবে আরও বেশি সময়

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের একবার বউবাজারে মেট্রোর কাজ শুরু হয়েছে। ১৬০ বছর আগের এক প্রযুক্তিতে ভূগর্ভে থাকা জল ফ্রিজ করে দিয়ে নির্মাণকাজ চলবে। মেট্রোর এই অংশের কাজের জন্য অগস্ট থেকেই ওয়েলিংটন স্কোয়ার বন্ধ হওয়ার কথা ছিল। তবে পুজোর জন্য পিছিয়ে যাচ্ছে এই কাজ।