East-West Metro full run update: কাজের গতি খুব কম, ২০২৫-র মার্চের আগে সম্ভবত পুরো রুটে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো
Updated: 11 Apr 2024, 12:04 PM ISTহাওড়া ময়দান থেকে মেট্রোয় উঠে সোজা সল্টলেক সেক্টর ফাইভ - দুর্গাপুজোর আগে সম্ভবত সেই স্বপ্নপূরণ হবে না। কারণ বউবাজারে খুব ঢিমেগতিতে কাজ এগোচ্ছে। তাই তাড়াহুড়ো করে কোনওরকম ঝুঁকি নিতে চায় না বউবাজারে কাজ করা সংস্থা।
পরবর্তী ফটো গ্যালারি