Economic Changes from 1st January: ফ্রি-তে আধার আপডেট, ডিম্যাট নমিনি যোগের সময়সীমা বদল, এবছর আবার বাড়বে গাড়ির দাম
Updated: 01 Jan 2024, 08:06 AM IST Abhijit Chowdhury 01 Jan 2024 demat account, demat nominee, sim card kyc, upi id, car price hike, aadhaar update, bank locker agreement, changes from 1st january, আয়কর রিটার্ন ফাইল, ডিম্যাট অ্যাকাউন্ট নমিনি, আধার আপডেট, গাড়ির মূল্যবৃদ্ধি, সিম কার্ড কেওয়াইসি, ইউপিআই আইডি, changes from 1st january 2024, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কী কী পরির্তন হচ্ছে, নতুন মাস থেকে কী কী বদলাচ্ছেডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডাররা নয়া বছরে নমিনি যোগ করার নতুন সুযোগ পাবেন। এদিকে কোনও আয়করদাতা যদি গত অর্থবর্ষের রিটার্ন এখনও ফাইল না করে থাকেন, তাহলে আজ থেকে সমস্যায় পড়তে পারেন তিনি। এদিকে এবছর থেকে দাম বাড়ছে গাড়ির। এদিকে সিম কার্ড নেওয়ার পদ্ধতি বদলাচ্ছে। এবছর বদলাচ্ছে আধার আপডেটের নিয়ম।
পরবর্তী ফটো গ্যালারি