বাংলা নিউজ > ছবিঘর > Expelled Indian Diplomat is RAW Official: কানাডায় বহিষ্কৃত কূটনীতিক ছিলেন RAW প্রধান, রিপোর্টে প্রকাশ পেল পরিচয়

Expelled Indian Diplomat is RAW Official: কানাডায় বহিষ্কৃত কূটনীতিক ছিলেন RAW প্রধান, রিপোর্টে প্রকাশ পেল পরিচয়

গত জুন মাসে কানাডায় মৃত্যু হয়েছিল খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের। সেই ঘটনায় গতকাল এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। জানা গিয়েছে, বহিষ্কৃত সেই কূটনীতিক কানাডায় র'-এর প্রধান ছিলেন। যদিও সরকারি ভাবে কানাডার বিদেশমন্ত্রী সেই কূটনীতিকের পরিচয় প্রকাশ করেননি।