এখনও পর্যন্ত শুধু ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের জন্যই চালান কাটার ব্যবস্থা রয়েছে। তবে এবার কেউ ফাস্ট্যাগ রিচার্জ এড়াতে চাইলেও জরিমানা হতে পারে।
1/5FASTag রিচার্জ না করলে চালান কাটা হতে পারে। দেশে প্রথমবার চালু হতে চলেছে এমনই নিয়ম। এখনও পর্যন্ত শুধু ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের জন্যই চালান কাটার ব্যবস্থা রয়েছে। তবে এবার কেউ ফাস্ট্যাগ রিচার্জ এড়াতে চাইলেও জরিমানা হতে পারে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
2/5ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) এবং সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক নন-ফাস্ট্যাগ রিচার্জের বিষয়েও ব্যবস্থা নিতে আলাদা নিয়ম তৈরি করতে চলেছে। ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
3/5ইতিমধ্যেই তার খসড়া তৈরি করা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর তা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
4/5নতুন ব্যবস্থায়, যদি কোনও যানবাহন FASTag ছাড়া বা কোনও ফি না দিয়ে চলে যায়, তবে জরিমানা বা চালানের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও FASTag এবং RC (রেজিস্ট্রেশন) ব্ল্যাক লিস্টেড করার ব্যবস্থা থাকবে। ফাইল ছবি : রয়টার্স (HT_PRINT)
5/5মন্ত্রক থেকে অনুমোদন পাওয়ার পরে এটি প্রথমে দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়েতে প্রয়োগ করা হবে। এরপর দেশের অন্যান্য জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে তা বাস্তবায়ন করা হবে। ফাইল ছবি : পিটিআই (HT_PRINT)