বাংলা নিউজ > ছবিঘর > First Indigenous Nuclear Plant in India: দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম পারমাণবিক কেন্দ্র চালু ভারতে, উৎপাদন ক্ষমতা কত?

First Indigenous Nuclear Plant in India: দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম পারমাণবিক কেন্দ্র চালু ভারতে, উৎপাদন ক্ষমতা কত?

বিগত বহু বছর ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'আত্মবির্ভর' হওয়ার বার্তা দিয়ে আসছেন ভারতবাসীদের। সেই আত্মনির্ভরতার পথে এক বড় পদক্ষেপ করল দেশ। দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম পারমাণবিক প্ল্যান্ট চালু হল ভারতে। এই উপলক্ষ্যে টুইট করে সাধুবাধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে।