বাংলা নিউজ >
ছবিঘর >
‘ভীষ্ম’ ট্যাঙ্ক থেকে চপার মহড়া, রাজনাথের সামনে শক্তি প্রদর্শন সেনার
‘ভীষ্ম’ ট্যাঙ্ক থেকে চপার মহড়া, রাজনাথের সামনে শক্তি প্রদর্শন সেনার
Updated: 17 Jul 2020, 11:13 PM IST
লেখক Ayan Das
হাফবেলার লেহ সফরে ভারত-চিন সীমান্ত উত্তেজনার মধ্যে...
more
হাফবেলার লেহ সফরে ভারত-চিন সীমান্ত উত্তেজনার মধ্যে সীমান্ত এলাকায় সুরক্ষা পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে ‘ভীষ্ম’ ট্যাঙ্ক থেকে চপার মহড়া দেখলেন। দেখুন সেই ছবি -
1/13 শুক্রবার সকালে আটটা নাগাদ লেহ'তে নামেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। (ছবি সৌজন্য টুইটার @DefenceMinIndia)
2/13 সোজা স্ট্যাকনা ফরোয়ার্ড পোস্টে যান রাজনাথ। (ছবি সৌজন্য টুইটার @DefenceMinIndia)
3/13 সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। (ছবি সৌজন্য টুইটার @DefenceMinIndia)
4/13 স্ট্যাকনায় সেনার চপারের মহড়া। (ছবি সৌজন্য এএনআই)
5/13 স্ট্যাকনায় পিকা মেশিনগান হাতে রাজনাথ সিং। (ছবি সৌজন্য টুইটার @DefenceMinIndia)
6/13 স্ট্যাকনায় বীর বিক্রম ভারতের টি-৯০ ভীষ্ম ট্যাঙ্কের। (ছবি সৌজন্য এএনআই)
7/13 ভারতীয় সেনার জওয়ানদের সঙ্গে কথা বলছেন প্রতিরক্ষামন্ত্রী। (ছবি সৌজন্য টুইটার @rajnathsingh)
8/13 জওয়ানদের সঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন রাজনাথ। (ছবি সৌজন্য টুইটার @rajnathsingh)
9/13 সেখান থেকে লুকুং ফরোয়ার্ড পোস্টে যান রাজনাথ। (ছবি সৌজন্য টুইটার @DefenceMinIndia)
10/13 প্যাংগং সো লেকের কাছে লুকুং ফরোয়ার্ড পোস্ট জওয়ানদের উদ্দেশে ভাষণে রাজনাথ বলেন, ‘সীমান্ত দ্বন্দ্ব মেটানোর জন্য চিনের সঙ্গে আলোচনা চলছে। এখনও পর্যন্ত যা কথা হয়েছে, তাতে পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই সমস্যা কতটা মিটবে, সে বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারব না।’ (ছবি সৌজন্য, টুইটার @rajnathsingh)
11/13 প্রতিরক্ষামন্ত্রীর ভাষণ শুনছেন জওয়ানরা। (ছবি সৌজন্য এএনআই)
12/13 লুকুং ফরোয়ার্ড পোস্টে জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় রাজনাথ। সেখানে জওয়ানদের মিষ্টিমুখও করিয়ে দেন। (ছবি সৌজন্য এএনআই)
13/13 গালওয়ান উপত্যকা থেকে মোটামুটি ২০০ কিলোমিটার দূরের সেই পোস্টে জওয়ানদের প্যারা ড্রপিং এবং অস্ত্র নিশানার মহড়া দেখেন। (ছবি সৌজন্য টুইটার @DefenceMinIndia)
অন্য গ্যালারিগুলি