বাংলা নিউজ > ছবিঘর > Chargé d’affaires of India in Pak: এই প্রথম ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের প্রধান হচ্ছেন এক মহিলা, রয়েছে কলকাতা যোগ

Chargé d’affaires of India in Pak: এই প্রথম ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের প্রধান হচ্ছেন এক মহিলা, রয়েছে কলকাতা যোগ

পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাই কমিশনের 'চার্জে দে অ্যাফেয়ার্স' বা প্রধান হয়ে যাচ্ছেন গীতিকা শ্রীবাস্তব। এই প্রথম কোনও মহিলাকে এই পদে নিযুক্ত করা হচ্ছে। উল্লেখ্য, পাকিস্তানে অবস্থিত ভারতের হাইকমিশনে কোনও হাইকমিশনার নেই। এই আবহে হাইকমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন 'চার্জে দে অ্যাফেয়ার্স'।