Gold and silver prices in Kolkata: বিয়ের মরশুমের মধ্যেই বাড়ল সোনার দাম! দামিও হল রুপো, আজ কলকাতায় ২ ধাতুর দর কত?
Updated: 25 Jan 2024, 11:43 AM ISTমাঘ মাস শুরু হতেই ভরা বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। তারইমধ্যে দাম বাড়ল সোনা এবং রুপোর। দুই ধাতুর দামই বৃদ্ধি পেয়েছে। ফলে যাঁরা বিয়েতে সোনা উপহার দেবেন বলে ভেবে রেখেছেন, তাঁদের সমস্যা আরও বাড়ল। বৃহস্পতিবার ভারত এবং কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম কত পড়ছে, তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি