Gold Price Hike Hattrick in Kolkata: মূল্যবৃদ্ধির হ্যাটট্রিক, আজ কলকাতার সোনার দোকানগুলিতে হিমালয়ের উচ্চায় গয়নার রেট
Updated: 18 Apr 2024, 11:15 AM ISTআজ, টানা তৃতীয় দিনের জন্য কলকাতায় বাড়ল সোনার দাম। এর আগে গত ১৬ তারিখ কলকাতার দোকানগুলিতে হলুদ ধাতুর দর বেড়েছিল ১০ গ্রামে ২০০ টাকা করে, আর ১৭ এপ্রিল তা বেড়েছিল ৬৫০ টাকা করে। আজ ফের একবার সোনার দাম বাড়ল তিলোত্তমায়। এই নিয়ে গত ৯ দিনে ৬ বার দাম বেড়েছে সোনার।
পরবর্তী ফটো গ্যালারি