বাংলা নিউজ > ছবিঘর > Govt Employees Demanding DA: সরকারের কপালে 'শনির দশা', ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের প্রতিবাদে থমকে যাবে কাজ

Govt Employees Demanding DA: সরকারের কপালে 'শনির দশা', ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের প্রতিবাদে থমকে যাবে কাজ

ডিএ-র দাবিতে আগামিকাল, ১৮ মার্চ থেকে ‘ডিজিটাল অসহযোগিতা’-র পথে হাঁটতে চলেছেন সরকারি কর্মচারীদের একাংশ। এই আবহে সরকারি কাজে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিএ নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকতেই এই নতুন পন্থায় প্রতিবাদের পথে হাঁটার ঘোষণা করেছিল সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।

অন্য গ্যালারিগুলি