Green Card Application: ছ'মাসের মধ্যে গ্রিন কার্ডের আবেদনের নিষ্পত্তি করা হোক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এমনই পরামর্শ দেওয়া হল। সেই সুপারিশ করেছে এশিয়ান-আমেরিকান, হাওয়াইয়ের বাসিন্দা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বাসিন্দা বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা কমিশন। যে সুপারিশ গৃহীত হলে প্রচুর ভারতীয় উপকৃত হবেন।
1/4ছ'মাসের মধ্যে সমস্ত গ্রিন কার্ডের আবেদনের চূড়ান্ত বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক। জো বাইডেনকে সর্বসম্মতভাবে এমনই সুপারিশ করল মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা কমিশন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/4গ্রিন কার্ডধারীরা স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করা এবং কাজ করার ‘সবুজ সংকেত’ পান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/4এশিয়ান-আমেরিকান, হাওয়াইয়ের বাসিন্দা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বাসিন্দা বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা কমিশনের বৈঠকে সেই প্রস্তাব পেশ করেন ভারতীয় বংশোদ্ভূত সংগঠনের নেতা অজয় জৈন ভুতোরিয়া। সেই প্রস্তাবে সম্মতি জানান কমিশনের ২৫ জন সদস্যই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে টুইটার @NCAI1944)
4/4জাতীয় ভিসা সেন্টারকে বাড়তি অফিসার নিয়োগ করার সুপারিশ করেছে কমিশন। যাতে আগামী অগস্ট থেকে তিন মাসের মধ্যে গ্রিন কার্ডের আবেদন বিবেচনা করার প্রক্রিয়া দ্বিগুণ করা যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)