সারা দিনে দুই হাত দিয়ে আমরা নানারকম কাজ করি। অথচ সেই কাজগুলি করার পরে আমরা হাত ধোয়ার কথা ভাবিই না। এতে যেকোনও সময় বড়সড় রোগে ভুগতে হতে পারে।
1/6সারা দিনে দুই হাত দিয়ে আমরা নানারকম কাজ করি। অথচ সেই কাজগুলি করার পরে আমরা হাত ধোয়ার কথা ভাবিই না। এতে যেকোনও সময় বড়সড় রোগে ভুগতে হতে পারে। (Freepik)
2/6প্রস্রাব ও মলত্যাগের আগে: প্রস্রাব ও মলত্যাগের পর সবাই হাত ধুয়ে নেন। কিন্তু এই দুটি কাজের আগে কজন হাত ধুয়ে নেন? অনেকে হয়তো জানেন না, প্রস্রাব ও মলত্যাগের আগে হাত ধোয়া বিশেষভাবে জরুরি। (Freepik)
3/6প্রশ্ন উঠতে পারে, কেন এটি জরুরি? বিশেষজ্ঞদের কথায়, গোপনাঙ্গ ও মলদ্বার খুবই স্পর্শকাতর অঙ্গ। ময়লা হাতে শরীরের এই অংশে হাত দিলে হাতের জীবাণু সেখানে পৌঁছে যায়। এর থেকে বড়সড় সংক্রমণের আশঙ্কাও থাকে। তবে এছাড়াও আরও কিছু সময় হাত ধোয়া জরুরি। (Freepik)
4/6অসুস্থ ব্যক্তিকে ছোঁয়ার পর: অসুস্থ ব্যক্তিকে ছোঁয়ার পর সবসময় হাত ধুয়ে নিন। অনেকেই এই কাজ করতে ভুলে যান। যে কারণে জীবাণুর সংক্রমণে ভোগেন। সাধারণ সর্দিকাশিতে কেউ আক্রান্ত হলেও হাত ধুয়ে নিন ভালো করে। (Freepik)
5/6চোখ-মুখ-নাক ছোঁয়ার আগে: চোখ, মুখ ও নাক, এই তিনটি অঙ্গ শরীরের ভীষণ স্পর্শকাতর অঙ্গ। কারণ হাতের মধ্যে লেগে থাকা জীবাণু একবার এই অঙ্গগুলিতে পৌঁছালে দ্রুত তা শরীরের ভিতরে চলে যায়। তাই সবসময় এই অঙ্গে হাত দেওয়ার আগে হাত ধুয়ে নিন। (Freepik)
6/6সবজি ধরার পর: শাক সবজি ধরার পর অনেকেই হাত ধুতে ভুলে যান। বরং সেই হাত দিয়েই নানারকম কাজ করে চলেন। সবজিতে থাকা রাসায়নিক শরীরে গেলে বড় ক্ষতি হতে পারে। তাই সবসময় হাত ধুয়ে নিন ভালো করে। (Freepik)