আইপিএলে প্রথম বার নেতৃত্ব দিয়েই সফল হয়েছেন হার্দিক পাণ্ডিয়া। গুজরাট টাইটানস তাদের অভিষেক মরশুমেই হার্দিকের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছেন। এর পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে প্রথম নেতৃত্ব দিলেন হার্দিক। হার্দিকের নেতৃত্বে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ভারত ২-০ জিতেছে।
1/5হার্দিক কিন্তু বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে। প্রথম ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ের চোট হয়ে যাওয়ায় দীপক হুডাকে ওপেন করতে পাঠিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। হুডাও অধিনায়কের মান রেখেছেন। তিনি ওপেনার হিসেবে পরপর দুই ম্যাচেই সফল হয়েছেন।
2/5পাণ্ডিয়ার নেতৃত্বে খেলা নিয়ে এর আগে উচ্ছ্বসিত ছিলেন গুজরাট টাইটানসের প্লেয়াররা। এ বার নেতা হার্দিকের প্রশংসা শোনা গেল যুজবেন্দ্র চাহালদের গলায়। যুজি দাবি করেছিলেন, হার্দিক প্লেয়ারদের সব ধরনের স্বাধীনতা দেন। যে কারণে প্লেয়াররা তাঁদের সেরাটা দিতে পারেন।
3/5উমরান মালিকের মতো প্লেয়ারের উপর তিনি আস্থা দেখিয়েছেন। এমন কী দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে উমরানের প্রতি আস্থা দেখিয়ে, তাঁর হাতে তিনি বল তুলে দিয়েছিলেন। যাইহোক শেষ ওভারে ২২ বছরের তরুণ ১২ রান দিলেও, আখেরে ভারত ৪ রানে ম্যাচটি জিতে যায়।
4/5প্রথম ম্যাচে যুজবেন্দ্র চাহাল ভালো খেললেও, তাঁকে বসিয়ে রবি বিষ্ণোইকে খেলানো নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে তিনি জুনিয়রদের সুযোগ দিতেই এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। নিঃসন্দেহে অধিনায়ক হয়েও কিছু সাহসী সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি নিয়েছেন হার্দিক।
5/5উমরান ২ ম্যাচে সুযোগ পেলেও, একটি ম্যাচেও সুযোগ পেলন না আর্শদীপ সিং। যা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে। আর্শদীপ সুযোগ পেলে হয়তো ষোল কলা পূর্ণ হয়ে যেত।