Haryana Violence Latest News: হরিয়ানা হিংসায় 'বৃহত্তর ষড়যন্ত্র' তত্ত্ব, হাই অ্যালার্ট রাজধানী দিল্লিতেও
Updated: 02 Aug 2023, 09:44 AM ISTহরিয়ানার সাম্প্রদায়িক হিংসা হয়ত পূর্ব-পরিকল্পিত। এমনই ধারণা বদ্ধমূল হচ্ছে তদন্তকারীদের। পুলিশ জানাচ্ছে, হিংসায় মৃত দুই হোমগার্ড এবং অপর একজন প্রাণ হারিয়েছেন গুলিতে। আর এতেই প্রশ্ন উঠছে, এত বন্দুক এল কোথা থেকে। এই আবহে রাজধানী দিল্লিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি