স্ত্রী ঋদ্ধিমাকে আবিরে রাঙিয়ে দোল খেলা শুরু করলেন গৌরব।
1/4আজ দোল উৎসব। ঘরে ঘরে সবাই নিজেদের মতো করে দোল পালন করছে। এ দিন সক্কাল সক্কাল নেটমাধ্যমে ছবি পোস্ট করে সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। (ছবি ইনস্টাগ্রাম)
2/4স্বামী-স্তরী গৌরব-ঋদ্ধিমাকে ধবধবে সাদা-পোশাক পরে আবির খলতে দেখা গিয়েছে। এক অপরের গালে আবির লাগিয়ে দোল উদযাপন করছেন এই দম্পতি।
3/4এ দিন দোলের ছবি পোস্ট করে ঋদ্ধিমা লিখেছেন, ‘জীবন ভরে উঠুক আনন্দ ও ভালোবাসার রঙে। বসন্তোৎসবের শুভেচ্ছা। হ্যাপি হোলি’।
4/4এ দিন গৌরব-ঋদ্ধিমার ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।