বাংলা নিউজ > ছবিঘর > House Buying Affordability: দেশের কোন কোন শহরে নাগালের মধ্যে ফ্ল্যাটের দাম? তালিকায় কত নম্বরে কলকাতা?

House Buying Affordability: দেশের কোন কোন শহরে নাগালের মধ্যে ফ্ল্যাটের দাম? তালিকায় কত নম্বরে কলকাতা?

বিগত দিনে গৃহঋণের ইএমআই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্তের। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে রেপো রেট অপরিবর্তিতই রাখছে আরবিআই। এই আবহে ইএমআই-এ কোনও স্বস্তি পাচ্ছেন না ঋণগ্রহীতারা। এরই মধ্যে এবার শহর ভিত্তিক ফ্ল্যাটের ক্রয়ক্ষমতা সূচক বের করল 'নাইট ফ্র্যাঙ্ক'।