I-League 2023-24: টানা ৫ ম্যাচে জয়, শ্রীনিধি হার্ডেল পার করে আই লিগ পয়েন্ট টেবলের মগডালে মহমেডান
Updated: 04 Dec 2023, 12:06 AM ISTআই লিগের টানা পাঁচ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল মহমেডান স্পোর্টিং। রবিবার নৈহাটি স্টেডিয়ামে শ্রীনিধি ডেকান এফসি-কে হারিয়ে তারা পয়েন্ট টেবলের মগডালে উঠে পড়ল। চলতি আই লিগে এটি ষষ্ঠ জয় মহমেডানের। এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট হল তাদের।
পরবর্তী ফটো গ্যালারি