ইমনের বাপের বাড়ি লিলুয়ায়। সেখানেই জামাইষষ্ঠী পালন টলিউডের এই মিউজিক্যাল জুটির। মা নেই গায়িকার। ইমন-নীলাঞ্জনকে জামাইষষ্ঠীর নিমন্ত্রণ জেঠিমার। শেয়ার করেছেন সেই ছবিও-
1/7গত বছর ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েছেন গায়িকা ইমন চক্রর্তী ও সুরকার নীলাঞ্জন ঘোষ। এই বছর তাঁদের দ্বিতীয় জামাইষষ্ঠী। ষষ্ঠীতে কবজি ডুবিয়ে খেলেন ইমন-নীলাঞ্জন। (ছবি ইনস্টাগ্রাম)
2/7ষষ্ঠীর দিন আকাশি শাড়ি পরে ধরা দেন ইমন। শ্বশুরবাড়িতে গোলাপী আভার পাঞ্জাবি পরে যান নীলাঞ্জন। মা তৃষ্ণা চক্রবর্তীকে আগেই হারিয়েছেন গায়িকা। ইমন-নীলাঞ্জনকে জামাইষষ্ঠীর নিমন্ত্রণ করেন তাঁর জেঠিমা।
3/7লিলুয়ার বাপের বাড়ি থেকে জামাইষষ্ঠী যাপনের একগুচ্ছ ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন ইমন।
4/7ষষ্ঠীর দিন স্ত্রীকেও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নীলাঞ্জন। আদর করে আমও খাইয়েও দিচ্ছেন তিনি।
6/7জাতীয় পুরস্কারজয়ী গায়িকা, শেয়ার করেছেন ছবি। এ দিন ভাত, ডাল, বিভিন্ন ধরনের ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মাংস, ফল, মিষ্টি, দই, চাটনি সহ একাধিক রকমের খাবারে জামাই আদর করা হয় নীলাঞ্জনকে।
7/7প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়ে বসে ইমন-নীলাঞ্জনের জামাইষষ্ঠী যাপন।