1/5হিরো মোটোকর্পের ২৫ টি জায়গায় অভিযান চালাচ্ছে আয়কর দফতর। নাম গোপন রাখার শর্তে আয়কর আধিকারিকরা জানিয়েছেন, অফিসের পাশাপাশি চেয়ারম্যান পবন মুঞ্জল-সহ হিরো মোটোকর্পের শীর্ষ আধিকারিকদের বাসভবনে অভিযান চালানো হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক @HeroMotoCorpIndia)
2/5আধিকারিকরা বলেছেন, ‘দিল্লি, গুরুগ্রাম এবং উত্তর ভারতের অন্যান্য জায়গায় অভিযান চলছে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক @HeroMotoCorpIndia)
3/5আধিকারিকদের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, করফাঁকি দেওয়ার তদন্তের অংশ হিসেবে দেশের সবথেকে বড় দু'চাকার গাড়ি প্রস্তুতকারক সংস্থার জায়গায় অভিযান চালানো হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে টুইটার @HeroMotoCorp)
4/5বিষয়টি নিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘মিন্ট’-এর তরফে হিরো মোটোকর্পের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে প্রাথমিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে টুইটার @HeroMotoCorp)