IND vs ENG: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও বিশ্বকাপের ৫ ম্যাচে হার, ৩১ বছর আগের অজিদের অভিশাপ মুছে লজ্জার নজির ইংল্যান্ডের
Updated: 30 Oct 2023, 12:02 AM IST২০০৩ বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ২০ বছর পর ফের বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেল রোহিত শর্মা ব্রিগেড। আর ভারতের কাছে হেরে মুখ পুড়ল ব্রিটিশদের। গড়ল বিরলতম লজ্জার নজির।
চলতি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একেবারে ল্যাজেগোবরে দশা। বিশ্বকাপে ৬ ম্যাচে খেলে পাঁচটিতেই হারল ইংল্যান্ড। তার মধ্যে আবার টানা চারটি ম্যাচ হেরেছে ব্রিটিশরা। এই মুহূর্তে পয়েন্ট টেবলের লাস্টবয় তারা। রবিবার ভারতের কাছে ১০০ রানের বিশাল ব্যবধানে হারে বাটলাররা। সেই সঙ্গে গড়েন লজ্জার নজির।
পরবর্তী ফটো গ্যালারি