HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > IND vs ENG 3rd Test: সেঞ্চুরির পরে ৫ উইকেট জাদেজার, রেকর্ড জয়ে সিরিজে ২-১ লিড নিল ভারত

IND vs ENG 3rd Test: সেঞ্চুরির পরে ৫ উইকেট জাদেজার, রেকর্ড জয়ে সিরিজে ২-১ লিড নিল ভারত

India vs England 3rd Test Day 4 Live Score: যশস্বী জসওয়ালের ডাবল সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৫৫৭ রানের বিশাল টার্গেট ঝুলিয়ে দেয় টিম ইন্ডিয়া। শেষ ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

1/29 প্রথম ইনিংসে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে ৭টি উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। ছবি- এপি।
2/29 ৩৯.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে যশস্বী জসওয়ালের হাতে ধরা পড়েন মার্ক উড। ১৫ বলে ৩৩ রান করেন তিনি। মারেন ৬টি চার ও ১টি ছক্কা। জয়ের জন্য ৫৫৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড অল-আউট হয়ে যায় ১২২ রানে। ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জেতে ভারত। টেস্টের ইতিহাসে রানের নিরিখে এটিই টিম ইন্ডিয়ার সব থেকে বড় জয়। ১ রানে নট-আউট থাকেন অ্যান্ডারসন। এই জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ২-১ লিড নেয় ভারত। জাদেজা দ্বিতীয় ইনিংসে ৪১ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ১৯ রানে ২টি উইকেট নেন কুলদীপ। জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন নেন ১টি করে উইকেট। ছবি- এএফপি।
3/29 ৩৬.১ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন টম হার্টলি। ৩৬ বলে ১৬ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ইংল্যান্ড ৯১ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমস অ্যান্ডারসন। জিততে ভারতের দরকার আর ১টি মাত্র উইকেট। ছবি- এএফপি।
4/29 ৩৫.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ধ্রুব জুরেলের দস্তানায় ধরা পড়েন বেন ফোকস। ৩৯ বলে ১৬ রান করেন তিনি। মারেন ২টি চার। ইংল্যান্ড শেষ ইনিংসে ৮২ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্ক উড। ইনিংসে জাদেজার এটি চতুর্থ শিকার। ছবি- পিটিআই।
5/29 ৩৪ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৭৭ রান। বেন ফোকস ৩২ বলে ১৫ রান করেছেন। মেরেছেন ২টি চার। ৩১ বলে ১২ রান করেছেন হার্টলি। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ছবি- রয়টার্স।
6/29 ২৪.৪ ওভারে কুলদীপ যাদবের বলে মহম্মদ সিরাজের হাতে ধরা পড়েন রেহান আহমেদ। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ইংল্যান্ড ৫০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টম হার্টলি। ছবি- রয়টার্স।
7/29 ২২.৫ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস। রিভিউ নিয়েও কোনও লাভ হয়নি। ৩৯ বলে ১৫ রান করেন স্টোকস। মারেন ১টি চার। ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রেহান আহমেদ। ছবি- পিটিআই।
8/29 ২১.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জো রুট। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। আম্পায়ার্স করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ৪০ বলে ৭ রান করেন রুট। মারেন ১টি চার। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন ফোকস। ছবি- এএফপি।
9/29 শেষ ইনিংসে ২১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছোঁয় ইংল্যান্ড। তাদের স্কোর ৪ উইকেটে ৫০ রান। ৩৪ বলে ১৫ রান করেছেন বেন স্টোকস। তিনি ১টি চার মেরেছেন। ৩৫ বলে ৭ রান করেছেন জো রুট। তিনিও ১টি চার মেরেছেন। ছবি- রয়টার্স।
10/29 ১১.১ ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জনি বেয়ারস্টো। ৩ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। ইংল্যান্ড শেষ ইনিংসে ২৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন স্টোকস। ছবি- পিটিআই।
11/29 ৯.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ওলি পোপ। ১৪ বলে ৩ রান করেন পোপ। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জনি বেয়ারস্টো। ছবি- এএফপি। 
12/29 ৮.২ ওভারে জসপ্রীত বুমরাহর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জ্যাক ক্রলি। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। আম্পায়ার্স কলে সাজঘরে ফিরতে হয় ব্রিটিশ ওপেনারকে। ২টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১১ রান করেন ক্রলি। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৮ রানে ২ উইকেট হারায়। ক্রলি ফেরা মাত্রই চতুর্থ দিনের চায়ের বিরতি ঘোষিত হয়। ছবি- পিটিআই। 
13/29 ৬.১ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন বেন ডাকেট। প্রথম ইনিংসে শতরান করা ডাকেট সাজঘরে ফেরায় ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা লাগল সন্দেহ নেই। ১৫ বলে ৪ রান করেন ডাকেট। ইংল্যন্ড ১৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওলি পোপ। ছবি- রয়টার্স।
14/29 বিরাট রানের টার্গেট সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে তারা দ্বিতীয় ইনিংসের শুরুটা করে তুলনায় ধীরভাবে। ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১০ রান। ব্যাজবল জমানায় ইংল্যান্ড টেস্টে এমন ধীর ব্যাটিং করে না সচরাচর। ছবি- পিটিআই।
15/29 ভারত রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৮ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ৪৩০ রান তোলে। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে টিম ইন্ডিয়া এগিয়ে থাকে ৫৫৬ রানে। সুতরাং, জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৫৫৭ রান। যশস্বী ২১৪ রানে নট-আউট থাকেন। ২৩৬ বলের ইনিংসে তিনি ১৪টি চার ও ১২টি ছক্কা মারেন। ৭২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন সরফরাজ খান। তিনি ৬টি চার ও ৩টি ছক্কা মারেন। ছবি- এএফপি।
16/29 পরপর ২টি টেস্টে ডাবল সেঞ্চুরি করার বিরল নজির গড়লেন যশস্বী জসওয়াল। রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ২৩১ বলে ব্যক্তিগত দ্বিশতরান পূর্ণ করেন জসওয়াল। ৯৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ৪১২ রান। যশস্বী ২১৩ রানে ব্যাট করছেন। ৫১ রানে ব্যাট করছেন সরফরাজ। ভারতের হাতে লিড রয়েছে ৫৩৮ রানের। ছবি- এএনআই।
17/29 ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সরফরাজ খান। অর্থাৎ, অভিষেক টেস্টের উভয় ইনিংসেই অর্ধশতরান করার বিরল নজির গড়েন সরফরাজ খান। ছবি- এপি।
18/29 ৯০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৭৪ রান। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত এগিয়ে রয়েছে ৫০০ রানে। যশস্বী ১৯২ রানে ব্যাট করছেন। ৩৭ রানে ব্যাট করছেন সরফরাজ খান। ছবি- পিটিআই।
19/29 ৮৫তম ওভারে জেমস অ্যান্ডারসনের বলে পরপর ৩টি ছক্কা মারেন যশস্বী জসওয়াল। ওভারে ২১ রান ওঠে। ভারতের স্কোর ৪ উইকেটে ৩৫০ রান। যশস্বী ১৮০ রানে ব্যাট করছেন। সরফরাজ খেলছেন ২৬ রানে। ছবি- রয়টার্স।
20/29 লাঞ্চের পরে প্রথম ওভারেই ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডি টপকান যশস্বী জসওয়াল। টেস্টে এখনও পর্যন্ত মোট তিনটি সেঞ্চুরি করেছেন যশস্বী। তিনবারই তিনি ১৫০ রানের গণ্ডি টপকান। ৮৩ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ৩২১ রান। ১৫৪ রানে ব্যাট করছেন যশস্বী। এর আগে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ২০৯ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭১ রানের অনবদ্য ২টি ইনিংস খেলেছেন। ছবি- এপি।
21/29 চতুর্থ দিনের লাঞ্চে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৩১৪ রান তুলেছে। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে ৪৪০ রানে। যশস্বী জসওয়াল ১৪৯ রানে ব্যাট করছেন। ১৮৯ বলের ইনিংসে তিনি ১১টি চার ও ৭টি ছক্কা মেরেছেন। ২৩ বলে ২২ রান করেছেন সরফরাজ খান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ছবি- এএফপি। 
22/29 ৮০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ৩০৪ রান। সুতরাং, টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ৪৩০ রানের। যশস্বী ১৪০ রানে ব্যাট করছেন। ২১ রানে ব্যাট করছেন সরফরাজ খান। ছবি- এএনআই। 
23/29 ৭১.৪ ওভারে রেহান আহমেদের বলে জো রুটের হাতে ধরা পড়েন কুলদীপ যাদব। ৯১ বলে ২৭ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ভারত দ্বিতীয় ইনিংসে ২৫৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সরফরাজ খান। ছবি- রয়টার্স। 
24/29 নিশ্চিত শতরান হাতছাড়া হল শুভমন গিলের। ৬৩.৬ ওভারে ব্যক্তিগত ৯১ রানের রান-আউট হয়ে মাঠ ছাড়েন গিল। ১৫১ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ২টি ছক্কা মারেন। ভারত দ্বিতীয় ইনিংসে ২৪৬ রানে ৩ উইকেট হারায়। গত দিনে চোট পেয়ে মাঠ ছাড়া যশস্বী জসওয়াল পুনরায় ব্যাট করতে নামেন। ছবি- এএনআই।
25/29 ৬০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ২ উইকেটে ২২৮ রান। সুতরাং, টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ৩৫৪ রানের। গিল ৮৩ রানে ব্যাট করছেন। ১৭ রান করেছেন কুলদীপ। উল্লেখযোগ্য বিষয় হল, কুলদীপ নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ছক্কা হাঁকান এদিন। ছবি- এএফপি। 
26/29 চতুর্থ দিনের শুরুতেই ভারত দ্বিতীয় ইনিংসে ২০০ রানের গণ্ডি টপকে যায়। ৫৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ২০০ রান। সুতরাং, ভারতের হাতে লিড রয়েছে ৩২৬ রানের। শুভমন গিল ৬৮ রানে ব্যাট করছেন। ৪ রান করেছেন কুলদীপ যাদব। ছবি- এএনআই।
27/29 প্রথম ইনিংসের নিরিখে ১২৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। তারা তৃতীয় দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৯৬ রান তোলে। ১০৪ রান করে অবসৃত হন যশস্বী জসওয়াল। ৬৫ রান করে অপরাজিত থাকেন শুভমন গিল। ১৯ রান করে আউট হন রোহিত শর্মা। খাতা খুলতে পারেননি রজত পতিদার। তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে থাকে ৩২২ রানে। ছবি- এএনআই।
28/29 পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৩১৯ রান। ১৫৩ রান করেন বেন ডাকেট। বেন স্টোকস ৪১ ও ওলি পোপ ৩৯ রান করেন। মহম্মদ সিরাজ ৪টি এবং রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন। ছবি- এএফপি।
29/29 ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটের তৃতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা প্রথম ইনিংসে ৪৪৫ রান তোলে। রোহিত শর্মা ১৩১ ও রবীন্দ্র জাদেজা ১১২ রান করেন। ৬২ রান করেন সরফরাজ খান। ইংল্যান্ডের মার্ক উড নেন ৪টি উইকেট। ছবি- এএফপি।

Latest News

আদালতের নোটিশ গ্রহণ না করায় রাজ্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হাইকোর্ট হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার দেওয়াল, চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আহত ২ বাংলায় হয়নি, সিকিমে যান নিয়ন্ত্রণ করবে এআই, বেড়াতে গেলে আর পাবেন না যানজট মাছ-ভাত মিলবে হাওড়া-NJP বন্দে ভারতে, থাকছে পোলাও-মাংস-পনিরও; রইল পুরো মেনু স্পঞ্জের মতো জল শুঁষে নিচ্ছে আউটফিল্ড, RCB v CSK ম্যাচে বৃষ্টি নিয়ে চিন্তা নেই! বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আলিয়া, রণবীরের বিয়ে নিয়ে এ সব কী বললেন নীতু! প্রতিদিনের রান্না ব্যবহার করছেন কোন বাসন? নিজের ক্ষতি করছেন না তো? কুকুরকে নিয়ে ক্ষোভ, পোষ্য ও অভিভাবককে বেধড়ক মারধর! হায়দরাবাদে ধৃত ৫ টসে জিতল Mumbai Indians , প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল| ‘আমারও লক্ষ্মীর ভাণ্ডার আছে, ৫-১০ করে ফেলি!… অভিষেকের মায়ের কথায়…’ বললেন মমতা

Latest IPL News

স্পঞ্জের মতো জল শুঁষে নিচ্ছে আউটফিল্ড, RCB v CSK ম্যাচে বৃষ্টি নিয়ে চিন্তা নেই! টি২০ বিশ্বকাপের পরই অবসর নয়, আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চান, জানিয়ে দিলেন রোহিত IPL 2024-এর ভিত্তিতেই কি T20 WC 2024-র দল নির্বাচন করা হয়েছে? কী বললেন BCCI সচিব গভীর অন্ধকারের মধ্যে.....টানা হারের যন্ত্রণার কথা জানালেন RCB-র বিরাট কোহলি IPL 2024-ধোনির এটাই শেষ মরশুম নয়, আরসিবি ম্যাচের আগে বড় বার্তা প্রাক্তন সতীর্থর ‘ভামিকা ভালোই ব্যাট চালাচ্ছে, তবে ক্রিকেটে আসবে কিনা’!মেয়েকে নিয়ে বিরাটের বার্তা IPL 2024-বন্ধু অভিষেকের পরিবারের সঙ্গে দেখা করে মন জিতলেন শুভমন গিল…দেখুন ভিডিয়ো 'তোমার বন্ধু সুনীল তো অনেক ভালো-ভালো কথা বলেছে', RCB-র গুগলিতে ভ্যাবাচাকা বিরাট বাউন্ডারি বড় করা হোক,নাহলে ভবিষ্যৎ-এ কেউ বোলার হতে চাইবে না,বড় বার্তা কুম্বলের গম্ভীর সব সময়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেন- প্রাক্তনীর গলায় গৌতির সমালোচনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ