IPL 2021: রাসেল নির্ভরতায় ছেদ থেকে আইয়ারের ‘সারপ্রাইজ’ - কীভাবে আরবদেশে ঘুরে দাঁড়াল KKR?
Updated: 09 Oct 2021, 02:59 PM ISTসাত ম্যাচে দুই জয়, পাঁচ হার - আইপিএলের প্রথম পর্বের শেষে এরকমই অবস্থা ছিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। সেখান থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন নাইটরা। উঠে গিয়েছেন প্লে-অফে। কিন্তু কীভাবে আরবে ঘুরে দাঁড়াল কেকেআর? দেখে নিন -
পরবর্তী ফটো গ্যালারি