৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রাখল গুজরাট টাইটানস। উল্টোদিকে হেরে গিয়ে অস্বস্তিতে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ১৯৫ রান তোলার পরেও কেন হারতে হল হায়দরাবাদকে? জেনে নিল ৫টি কারণ:
1/5সানরাইজার্স হায়দরাবাদের এ দিনের ম্যাচ হারের সবচেয়ে বড় কারণ, বোলারদের ব্যর্থতা। উমরান মালিক একা লড়াই করলেন, ৫ উইকেট নিলেন। কিন্তু বাকিরা কেউ উইকেট নিয়ে বা অন্য কোনও ভাবে গুজরাট টাইটানসের উপরে চাপই তৈরি করতে পারল না। ছবি: এএনআই
2/5ব্যাটিং অর্ডারও একেবারে ধারাবিহক নয়। এডেন মার্করাম এবং অভিষেক শর্মা ভালো খেলে দিয়েছিল বলে টাইটানসের বিরুদ্ধে ১৯৫ রানের ইনিংস গড়তে পেরেছিল হায়দরাবাদ। সেই সঙ্গে ৬ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে অভিষেক ম্যাচে নজর কাড়েন শশাঙ্ক সিং। বাকিরা কেউই সে ভাবে দায়িত্ব নেননি। ছবি: পিটিআই
3/5দলের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। তাই বিপক্ষ একটু চেপে পড়লেই পায়ের তলার জমি সরে যায় হায়দরাবাদের। ছবি: পিটিআই
4/5ওপেন করতে নেমে নিয়মিত রান পাচ্ছেন না অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়ক নিয়মি ব্যর্থ হতে থাকলে তার প্রভাব দলে পড়ে। ছবি: পিটিআই
5/5রাহুল ত্রিপাঠি, নিকোলাস পুরান, ওয়াশিংটন সুন্দররাও এ দিন ব্যর্থ হন। সেই সঙ্গে মার্কো জানসেন শেষ ওভারে একেবারে ডুবিয়ে ছাড়েন হায়দরাবাদকে। জেতার জন্য শেষ ওভারে চ্যালেঞ্জিং ২২ রান প্রয়োজন ছিল টাইটানসের। তারা শেষ ওভারে জানসেনকে পিটিয়ে করে ফেলে ২৫ রান। ছবি: পিটিআই