1/10ফের একবার সাত পাক ঘুরতে চলেছেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর। এনআরআই বিজনেসম্যান গৌতম হাতিরামানির সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা। লন্ডনে বসেছে গায়িকার রাজকীয় বিয়ের আসর। (ছবি ইনস্টাগ্রাম)
2/10পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। প্রাক বিয়ের অনুষ্ঠানের ছবি ইতিমধ্যে নেটমাধ্যমে শেয়ার করেছেন কণিকা। মেহেন্দি অনুষ্ঠানের একাধিক ছবি ভেসে উঠেছে তাঁর ইনস্টাগ্রামের পাতায়।
3/10ছবিতে কণিকাকে প্যাস্টেল সবুজ লেহেঙ্গা এবং ফুলের গয়না পরে দেখা যাচ্ছে, হবু বর গৌতমের সঙ্গে কিছু রোম্যান্টিক মুহূর্ত শেয়ার করছেন।
4/10মেহেন্দি অনুষ্ঠানের ছবি শেয়ার করে কণিকা লিখেছেন, ‘G (সঙ্গে হৃদয়ের ইমোজি), আমি তোমাকে অনেক ভালোবাসি।’
5/10গৌতমকে একটি বেইজ রঙের কুর্তা-পায়জামায় দেখা গিয়েছে। হবু স্ত্রী কণিকাকে লাল গোলাপের তোড়া গিয়ে ভালোবাসা জানিয়েছেন তিনি।
7/10১৯৯৮ সালে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দককে বিয়ে করেছিলেন কণিকা। সেই সময় কণিকার বয়স ছিল খুবই কম। রাজ ও কণিকার তিন সন্তান।
8/10২০১২ সালে প্রাক্তন স্বামী রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কণিকার। দেশে ফিরে এরপর বলিউডে কেরিয়ার শুরু করেন গায়িকা। ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’ থেকে শুরু করে ‘ছিল গয়ে নয়না’ বলিউডে তাঁর হিট গানের সংখ্যা অগুণতি।
9/10তিন সন্তান আয়না, সামারা এবং যুবরাজের সিঙ্গেল মাদার কণিকা। মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করেন এবং লন্ডনে চলে যান। বিচ্ছেদের পর সন্তানদের আগলে রেখেছেন।