কপিলের টিমের সদস্যদের সম্পত্তির পরিমাণ শুনলেই হতবাক হবেন!
1/8‘দ্য কপিল শর্মা’ শো টিভিতে সবচেয়ে জনপ্রিয় শোগুলির মধ্যে একটি। প্রতি সপ্তাহে বড় বড় তারকারা আসেন এখানে ছবির প্রচারে। তবে শুধু কপিল নন, শোতে তাঁর সাথে দেখা যাওয়া টিম মেম্বাররাও সমান জনপ্রিয়। এখন যেহেতু শোটি এত হিট, সবাই অভিনেতাদের মোট সম্পত্তির পরিমাণ জানতে আগ্রহী। চলুন জেনে নেই কে কত বড়লোক।
2/8ছোট পরদায় কপিল শর্মা সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সেলিব্রিটিদের মধ্যে একজন। কপিল তার শো করার পাশাপাশি অনেক বড় বিজ্ঞাপনেও কাজ করেছেন। সাথে সিনেমাতেও অভিনয় করেছেন। এছাড়াও, তাঁকে অ্যাওয়ার্ড ফাংশন এবং স্টেজ শো হোস্ট করতে দেখা যায়। বলিউড লাইফের রিপোর্ট অনুযায়ী কপিলের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ২৪৫ কোটি টাকা।
3/8কমেডি কুইন হিসেবে পরিচিত ভারতী। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে তাঁর মোট সম্পদের পরিমাণ ৩০ কোটি টাকা।
4/8বিগত কয়েক বছর ধরে কপিলের শো-তে জুড়েছেন ক্রুষ্ণ অভিষেক। যদিও এর আগেও নিজের বহু কমেডি শো করেছএন তিনি। স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবেও তাঁর নাম রয়েছে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২ কোটি টাকা বলে জানা গিয়েছে।
5/8অর্চনা পূরণ সিং, যিনি শতাধিক ছবিতে কাজ করেছেন, তিনি এই শো-র প্রধান বিচারকও। রিপোর্ট অনুযায়ী, তার মোট সম্পত্তির পরিমাণ ২২০ কোটি টাকা।
6/8‘দ্য কপিল শর্মা শো’-র আরেক জনপ্রিয় মুখ কিকু শারদা। জানা যাচ্ছে কিকুর সম্পদের পরিমাণ ২০ কোটি টাকা।
7/8কপিল শর্মা-র ‘ভুরি’, ‘সরলা’ চরিত্রে আমরা দেখতে পেরেছি সুমনা চক্রবর্তীকে। খবর অনুসারে তাঁর মোট সম্পত্তির মূল্য ২৮ কোটি টাকা।
8/8কপিলের চাওয়ালা বন্ধু চন্দন প্রভাকর বেশ বিলাসবহুল জীবনধারণ করেন। জানা যায়, তাঁর মোট সম্পত্তির পরিমান ১০ কোটির কাছাকাছি।