Kavach Trial in Howrah: এখনও মিলিয়ে যায়নি বালাসোর দুর্ঘটনার স্মৃতি, এরই মাঝে হাওড়ায় ট্রায়াল 'কবচ' সুরক্ষা ব্যবস্থার
Updated: 08 Aug 2023, 11:18 AM ISTবালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। সেই দুর্ঘটনার পর থেকেই রেল সুরক্ষা সুনিশ্চিত করতে 'কবচ' নিয়ে অনেক রব উঠেছিল। সেই 'কবচ' এবার বসছে হাওড়ায়। এই সুরক্ষা ব্যবস্থার মহড়া খতিয়ে দেখতে আকাশে ড্রোন ওড়াবে রেল কর্তৃপক্ষ।
পরবর্তী ফটো গ্যালারি