KMC on Dengue: ফুলপ্যান্ট ফুলহাতা জামা পরে আসতে হবে স্কুলে! ডেঙ্গি নিয়ে তৎপর কলকাতা পুরসভা
Updated: 09 Aug 2023, 01:20 PM ISTKMC on Dengue guideline: ডেঙ্গি নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। স্কুল কলেজের পড়ুয়াদের এই পর থেকে ফুলহাতা ও ফুলপ্যান্ট পরে আসার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও, ওয়ার্ডভিত্তিক সাফাইয়ের কাজেও জোর দেওয়া হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি