বাংলা নিউজ > ছবিঘর > Kolkata Weather Today & Rain Chances: '১৫-১৬ তারিখ…', অপেক্ষা ঝড়বৃষ্টির, কালবৈশাখীর কালো মেঘ কবে কাটবে বাংলার টিকিট?

Kolkata Weather Today & Rain Chances: '১৫-১৬ তারিখ…', অপেক্ষা ঝড়বৃষ্টির, কালবৈশাখীর কালো মেঘ কবে কাটবে বাংলার টিকিট?

বন্দে ভারতের গতিতে ছুটছে পারদের গ্রাফ। একফোঁটা বৃষ্টির অপেক্ষায় চৈত্রের দাবদাহের মধ্যে চাতক পাখির মতো তাকিয়ে বঙ্গবাসী। তবে চৈত্রে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তাহলে কি বৈশাখে কালবৈশাখী কালো মেঘে ছেয়ে যাবে বঙ্গের আকাশ? কী বলছে আবহাওয়া দফতর?