ফেব্রুরি শেষ হতে না হতেই উধাও হয়েছিল শীত। বসন্তকে ফাঁকি দিয়েই যেন আগমন ঘটেছিল গ্রীষ্মের। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পারদ ছুঁয়েছিল ৩৫ ডিগ্রির গণ্ডি। তবে মার্চের মাঝামাঝি সময়ে পুরোপুরি বদলে গেল পরিস্থিতি। কলকাতার পারদ একধাক্কায় স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি নীচে নামল। এদিকে আজ থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আজ ও আগামিকাল বৃষ্টি বাড়বে।
1/5আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের একটি অক্ষরেখা পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর দিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত গিয়েছে। এদিকে অপর একটি অক্ষরেখা দক্ষিণভারতের তামিলনাড়ু থেকে কোঙ্কন হয়ে কর্ণাটক এবং গোয়া পর্যন্ত বিস্তৃত। তাছাড়া একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে ঝাড়খণ্ড ও পশ্চিমবাংলার উপর দিয়ে বিস্তৃত হয়ে গিয়েছে বাংলাদেশ পর্যন্ত। সব মিলিয়ে আগামী কয়েকদিন বৃষ্টি জারি থাকবে রাজ্যের প্রায় সব জেলাতেই। (AFP)
2/5দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলাতে তুলনামূলক ভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি হতে পারে। এদিকে গাঙ্গেও পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতে আজ ঝড়বৃষটি হতে পারে। পশ্চিমবঙ্গের সব জেলার জন্যই কমলা সতর্কতা জারি করা হয়েছে। (AFP)
3/5পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ মার্চ পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টি তে পারে। ২৪ মার্চ বৃষ্টি থামতে পারে কলকাতায়। তবে সেদিনও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিক আজ, আগামিকাল ও পরশু দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরপর আগামী ২০ এবং ২১ মার্চের জন্য আপাতত হলুদ সতর্কতা জারি করা আছে। (AFP)
4/5হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের উপর দিকের পাঁচটি জেলা - দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে আজ বৃষ্টি জারি থাকবে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি তিন সমতল জেলা - উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও আজ ঝড়বৃষ্টি হবে। কালবৈশাখী ঝড় হবে জেলায় জেলায়। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়া। আগামিকাল বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। (AFP)
5/5আজ শনিবার দিনের বেলা কলকাতার আকাশ মেঘলা থাকবে। ঝড়বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। আজ মহানগরী ও আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এর আগে শুক্রবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৮.১ এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৭ শতাংশ। (AFP)