Land Lease Ownership: লিজ জমির মালিকানা পেতে পারবেন সল্টলেক-কল্যাণীবাসীরা, এর জন্য দিতে হবে কত?
Updated: 19 Aug 2023, 12:39 PM ISTজমি লিজের মালিকানা স্বত্ব দিতে এবছরই ভূমি সংস্কার আইনে সংশোধনী আনে রাজ্য সরকার। স্বাধীনতার পর এই প্রথম রাজ্যের জমি লিজ আইনে সংশোধন আনা হয়। এর ফলে সরকারি জমির মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এর ফলে সল্টলেক এবং কল্যাণীর মতো জায়গায় আবাসনের মালিকানা পেতে আগ্রহ দেখাচ্ছেন অনেকে।
পরবর্তী ফটো গ্যালারি