Lok Sabha Election Opinion Poll: এখনই লোকসভা ভোট হলে আসন সংখ্যা কমবে NDA-র, INDIA কি পারবে ক্ষমতা দখল করতে?
Updated: 17 Aug 2023, 06:24 AM ISTআর হাতে গোন কয়েক মাস। তারপরই অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের অঙ্ক কষতে শুরু করেছে শাসক থেকে বিরোধী। বিজেপি তথা এনডিএ-কে ঠেকাতে গঠিত হয়েছে বিরোধীদের 'ইন্ডিয়া' জোট। তবে এখনই যদি নির্বাচন হত তাহলে কোন জোটের ঝুলিতে আসত কত আসন? এই নিয়ে সমীক্ষা করেছে টাইমস নাও ইটিজি।
পরবর্তী ফটো গ্যালারি