LPG Cooking Cylinder Prices in Kolkata: 'আরও ২০০ টাকা কমবে' LPG সিলিন্ডারের দাম! কলকাতায় রান্নার গ্যাসের দর কত হবে?
Updated: 03 Feb 2024, 01:59 PM ISTগত অগস্টে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার ফের ২০০ টাকা কমতে চলেছে। এমনই দাবি করা হল। উল্লেখ্য, গত ৩০ অগস্ট থেকে ভারতের বাজারে ১৪.২ কেজি ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি।
পরবর্তী ফটো গ্যালারি