Maoist attack on Rail line: মাওবাদী হামলায় উড়ল রেললাইন, হাওড়া-মুম্বই লাইনে ব্যাহত রেল পরিষেবা
Updated: 22 Dec 2023, 11:28 AM ISTমাওবাদী হামলার জেরে ব্যাহত রেল পরিষেবা। অতি গুরুত্বপূর্ণ হাওড়া-মুম্বই লাইনে এই হামলা চালিয়েছে মাওবাদীরা। যার জেরে রেললাইন উড়ে গিয়েছে। এই আবহে এই রুটে আপাতত ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় এই লাইন মেরামত করতে শুরু করেছে।
পরবর্তী ফটো গ্যালারি