MBSG vs KBFC: কেরালার বিরুদ্ধে কখনও হারেনি বাগান, সেই নজিরই ধরে রাখতে মরিয়া ফেরান্দো ব্রিগেড, কখন কী ভাবে দেখবেন ম্যাচ?
Updated: 27 Dec 2023, 01:16 PM ISTদুইয়ের সঙ্গে লড়াইটা চারের। পয়েন্ট টেবলের দুইয়ে থাকা কেরালা ব্লাস্টার্স শেষ দুই ম্যাচে যখন পঞ্জাব এবং মুম্বইকে হারিয়ে আত্মবিশ্বাসী, তখন চারে থাকা মোহনবাগান পরপর দুই ম্যাচ হেরে বেশ চাপে। কেরালার বিরুদ্ধে কি ঘুরে দাঁড়াতে পারবে তারা?
পরবর্তী ফটো গ্যালারি