কনট্রোভার্সি কিং কথাটা মিকার ক্ষেত্রে ব্যবহার করাই যায়। প্রেম নিয়েই একাধিক বিতর্ক রয়েছে তাঁর জীবনে।
1/6ঘণ্টাকয়েক পরেই স্বয়ম্বরে নিজের বহু স্ত্রী-কে বেছে নেবেন মিকা। গলায় দেবেন বরমালা। ‘মিকা দি ভোতি’-র ঘোষণা করে সকলকেই চমকে দিয়েছিলেন পঞ্জাবি গায়ক। তবে এই শো-তে আসার আগে বেশ কিছু সম্পর্কে জড়িয়েছিলেন মিকা। চলুন সেই ব্যাপারেই একটু খোঁজ দেই আপনাদের।
2/6মিকা স্বয়ম্বরেই জানিয়েছেন তাঁর প্রথম প্রেম স্কুলে থাকতে। প্রায় ১ বছরের সম্পর্ক ছিল তাঁদের। ভেঙে যায় কারণ মেয়েটি জানিয়েছিল তাঁর পরিবার মানবে না এই সম্পর্ক। গায়কের তৎকালীন আর্থিক অবস্থার কারণে। মিকা জানিয়েছিলেন মেয়েটির পরিবারের আপত্তি জানতে পেরে আর জোর করেননি তিনি। কারণ তখন তাঁর স্ট্রাগলের দিন চলছে। তবে কথা দিয়েছিলেন বিয়েতে যাবেন। আর সেই কথা রেখে যান প্রাক্তন প্রেমিকার বিয়েতে। গানও গেয়েছিলেন।
3/6মিকা শো-তে আরও জানান নিজের এক ভক্তর প্রেমে পড়েছিলেন মিকা। তবে প্রায়ই ফোনে কথা বলতেন অন্য মহিলাদের সঙ্গে। আর ছেলেদের নাম দিয়ে তা সেভ করে রাখতেন। একদিন ধরা পড়ে যান। কষিয়ে থাপ্পড় মেরেছিল সেই মেয়েটি। মিকাকে সন্দেহ করত। ভয়ে কোথাও গেলে হোটেলের নাম, রুম নম্বর সমস্তটা বলতেন মিকা প্রেমিকাকে।
4/6২০০৬ সালে মিকা শিরোনামে আসেন যখন তিনি জোর করে চুমু খান রাখি সাওয়ান্তকে নিজেরই জন্মদিনের পার্টিতে। সেই সময় ন্যাশনাল কমিশন অফ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন রাখি। ক্ষমা চেয়ে নিয়েছিলেন মিকা। যদিও এখন দুজনেই খুব ভালো বন্ধু।
5/6২০২০ সালে মিকা আর চাহাত খান্না-র সম্পর্কের খবর এসেছিল। সেই সময় লাভি ডাবি ফোটো, পিলো ফাইটের ভিডিয়ো শেয়ার করে নিয়েছিলেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে জানা যায় নিজেদের মিউজিক ভিডিয়ো ‘কোয়ারেন্টাইন লাভ’-এর প্রোমোশন ছিল তা।
6/6২০১৮ সালে মিকাকে দুবাইকে গ্রেফতার করা হয় এক ১৮ বছর বয়সী মডেলকে আপত্তিকর ছবি ফোটো পাঠানোর কারণে। শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন ওই মহিলা মিকার নামে।