Mirabai Chandu in Asian Games 2023: কাতরালেন চোটে, যেতে হল কোলে চেপে, এশিয়ান গেমসে পদক অধরা থাকল চানুুর!
Updated: 30 Sep 2023, 04:48 PM ISTএশিয়ান গেমসে হৃদয়ভঙ্গ মীরাবাই চানুর। পদক পেলেন ভারতীয় তারকা। তবে আজ নিজের সেরাটা উজাড় করে দিতে পারেননি তিনি। কারণ ওয়ার্ম-আপের সময় চোট পেয়েছিলেন। তারইমধ্যে নামেন ময়দানে। শেষপর্যন্ত চতুর্থ হন। বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি সং গাম।
পরবর্তী ফটো গ্যালারি