বাইক চালাতে গিয়ে পায়ে চোট পান সৌমিতৃষা কুণ্ডু। তা নিয়েই করেন রবীন্দ্রজয়ন্তী স্পেশ্যাল শ্যুট ‘মিঠাই’-এর জন্য।
1/5‘মিঠাই’-এর রবীন্দ্রজয়ন্তী স্পেশ্যাল পর্বে সৌমিতৃষার নাচ মন কেড়েছিল দর্শকদের। তবে জানেন কি, পায়ে গুরুতর চোট নিয়ে নাচ করেছিলেন এদিন তিনি। স্কুটি চালানো শিখতে গিয়ে পায়ে চোট পান। তবে তার জন্য নেননি কাজে বিরতি। বরং সেভাবেই নাচ করেন।
2/5জানা যাচ্ছে, দুটো পায়ে ব্লাড ক্লট হয়েছে তাঁর। বুকেও ব্যথা লেগেছে। ডান পায়ে ব্যথা ছিল বলে নাচের সময় বাঁ পায়ে জোড় দিচ্ছিলেন। পরেরদিন দেখেন দুই পায়েই ব্যথা হচ্ছে। তবে হাসিমুখে সৌমিতৃষা জানান, ব্যথা নিয়েও হাসিখুশি হয়ে মজার সঙ্গে কাজ করেছেন।
3/5বাঁ পায়ে সামান্য ব্যথা থাকলেও এখন তিনি ফিট। সৌমিতৃষা মজা করেই বলেন, ‘মা যখন থেকে শুনেছে স্কুটি চালানো শিখছি খুব চিন্তায় আছে। ভাবছে হয় নিজে মরবে, না হয় কাউকে মরবে।’
4/5‘মিঠাই’ নায়িকা আরও জানান, ‘জানি তোমরা অনেক চিন্তা করবে। তবে আমি বলতে চাই ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি সবসময় ঠিক থাকব। এভাবেই কাজ করে যাব।’
5/5এর আগেও পায়ে চোট নিয়ে কাজ করেছেন সৌমিতৃষা। তখনও প্রশংসা হয়েছিল নায়িকার। মাঝে আদৃতের সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চায় এসেছিলেন অভিনেত্রী। শোনা গিয়েছিল, সেটে নাকি একদম সম্পর্ক ভালো না তাঁর আদৃতের সঙ্গে। এমনকী, সেই সময় সিড-মিঠাইয়ের ভক্তরাও ভাগ হয়ে গিয়েছিল দু' দলে।