‘মিঠাই’ ধারাবাহিকের সাফল্যের অন্যতম কারণ হল ‘হল্লাপার্টি’। কে মিসিং হতে চলেছে?
1/5‘মিঠাই’ ধারাবাহিকে ফের কাজে নেমে পড়েছে হল্লা পার্টি! এবারের কাজ হল স্যান্ডির ভালোবাসা পিঙ্কিকে মনোহরাতে নিয়ে আসার। ওমি আগরওয়ালের বোনকে ভাগিয়ে নিয়ে আসার পণ নিয়েছে তাঁরা। ঘোমটা টেনে, ননবেঙ্গলি লুকে চলে গিয়েছে সোজা শত্রুপক্ষের বাড়িতে। আপাতত তা নিয়েই মেতে আছে দর্শকরা।
2/5তবে এসবের মাঝেই খবর এল পিঙ্কির বাড়িতে হল্লা পার্টির এই হামলায় দেখা যাবে না একটা মুখকে। আর সে হল শ্রী ওরফে শ্রীতমা। ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিয়েছেন দিয়া মুখোপাধ্যায়। এবার দর্শক মনে প্রশ্ন উঠতে পারে, কেন এই সিদ্ধান্ত?
3/5আসলে সামনেই দিয়ার পরীক্ষা। তাই কাজের থেকে ছুটি নিয়েছেন তিনি। আর পরীক্ষা শেষ করেই জলদি ফিরবেন কাজে। ১৯৯৮ সালের ১৭মে উত্তর ২৪ পরগনার বারাসতে জন্মগ্রহণ করেন দিয়া।
4/5২০১২ সালে 'সতী' ধারাবাহিক দিয়েই ছোট পর্দায় হাতেখড়ি হয়েছিল দিয়া মুখোপাধ্যায়ের। ইন্দ্রাণী হালদার অভিনীত সিরিয়াল 'সীমারেখা' তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। ‘তুমি এলে তাই’, ‘নজর’, ‘নেতাজি’, 'যোশ', 'অগ্নিজল' ও 'এক মাসের গল্প'-র মতো ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে।
5/5দিয়া না থাকায় হল্লা পার্টির মস্তিতে যেন কোনও বাধা না পড়ে, দর্শকদের বিনোদনে যেন কোনও খামতি না হয়, এখন এটাই প্রার্থণা মিঠাই-অনুরাগীদের।