Monsoon 2022 Update: এমনিতে ১১ জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কথা। কিন্তু এবার ১৬ জুন হয়ে গেলেও এখনও দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকেনি। তার ফলে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হচ্ছে না। তাহলে দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে, তা দেখে নিন -
1/4লক্ষ্মীবারে দক্ষিণবঙ্গের বর্ষা লাভ হল না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বর্ষার জন্য আরও দু'তিনদিন অপেক্ষা করতে হবে। তবে প্রাথমিকভাবে তেমন ঝিমিয়ে থাকবে বর্ষা। চাঙ্গা হতে আরও কয়েকদিন লাগবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/4এমনিতে ১১ জুন দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটে। তবে এবার পাঁচদিন কেটে গেলেও দেখা নেই বর্ষার। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দু'তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ায় এবার কিছুটা দুর্বল হয়ে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটবে। আরও কয়েকদিন পরে বর্ষার দাপট বাড়বে। বৃষ্টি বেশি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/4আপাতত দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী তিন-চারদিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমলে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। সেইসঙ্গে উত্তরবঙ্গে সক্রিয় অক্ষরেখা আছে। যখন অক্ষরেখা নীচের দিকে নামবে, তখন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4কেন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে দেরি হচ্ছে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোসাগরের উপর কোনও নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত তৈরি হলে বর্ষার আগমনের পথ প্রশস্ত হয়। এবার সেই নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)