Battery swapping stations in Kolkata: বড় লগ্নি কলকাতায়, হচ্ছে গাড়ির ব্যাটারি বদলের স্টেশন, সফল হলে চালু হবে অন্যত্রও
Updated: 22 Dec 2023, 06:10 AM ISTবৈদ্যুতিক দু'চাকার গাড়ির জন্য ভারতে ২০০টি ব্যাটারি পরিবর্তনের কেন্দ্র তৈরি করা হবে। আর প্রাথমিকভাবে কলকাতা ও দিল্লিতে পরীক্ষামূলকভাবে সেই কেন্দ্র তৈরি করা হচ্ছে। তাতে সাফল্য মিললে দেশের অন্যত্রও তৈরি করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি