Modi in Dwaraka:সাগরে ডুব দিয়ে জলের গভীরে পুজো মোদীর! সমুদ্রগর্ভের প্রাচীন দ্বারকা পরিদর্শন, অর্পণ করলেন ময়ূরপুচ্ছ
Updated: 25 Feb 2024, 05:08 PM ISTএদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল গেরুয়া বস্ত্র। সঙ্গে ... more
এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল গেরুয়া বস্ত্র। সঙ্গে ছিল ময়ূর পুচ্ছ। উল্লেখ্য, শ্রীকৃষ্ণের সঙ্গে ময়ূরপুচ্ছের যোগ রয়েছে। আর সেই ময়ূর পুচ্ছই এদিন দেখা গিয়েছে মোদীর সঙ্গে। আর সেই ময়ূর পুচ্ছ তিনি জলের গভীরে রেখে আসেন। স্কুবা ডাইভ করে আরবসাগরের নীল জলের গভীরে মোদীর প্রবেশের ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি