বিশেষজ্ঞদের মতে, বর্তমানে কোনও ভুয়ো খবর, স্লোগান ব... more
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে কোনও ভুয়ো খবর, স্লোগান বা বার্তার মাধ্যমে অশান্তি ছড়ানো খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বিক্ষোভ কর্মসূচি সাজাতে ও প্রচার করতে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপের ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে অশান্তি থামাতে প্রশাসনের কাছে ইন্টারনেট বন্ধ করা ছাড়া উপায় থাকে না।
1/4বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট শাটডাউন কোথায় হয় জানেন? ভারতে। টানা ৫ বছর ধরেই বিশ্বে ইন্টারনেট শাটডাউনের সংখ্যার নিরিখে এক নম্বরে ভারত। আন্তর্জাতিক ডিজিটাল অধিকার সংস্থা Access Now-এর এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/4'সরকাররা ইন্টারনেট বন্ধ করাকে নিয়ন্ত্রণের হাতিয়ার এবং দায় এড়ানোর পদ্ধতি হিসাবে ব্যবহার করে,' উল্লেখ করেছেন সংস্থার আধিকারিক ফেলিসিয়া অ্যান্থোনিও। তবে বিশেষজ্ঞদের মতে, বর্তমানে কোনও ভুয়ো খবর, স্লোগান বা বার্তার মাধ্যমে অশান্তি ছড়ানো খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বিক্ষোভ কর্মসূচী সাজাতে ও প্রচার করতে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপের ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে অশান্তি থামাতে প্রশাসনের কাছে ইন্টারনেট বন্ধ করা ছাড়া উপায় থাকে না। (ছবি সৌজন্যে এএনআই) (PTI)
3/4২০১৬ সাল থেকে, বিশ্বব্যাপী সমস্ত নথিভুক্ত শাটডাউনের প্রায় ৫৮%-ই হয়েছে ভারতে, রিপোর্টে বলা হয়েছে। 'কর্ফিউ-স্টাইলে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তিন দিনব্যাপী ইন্টারনেট শাটডাউন করতে মোট ১৬ বার নির্দেশ দিয়েছিল জম্মু ও কাশ্মীরের প্রশাসন। প্রায় ৪৯ বার ইন্টারনেট অ্যাক্সেস ব্যাহত করা হয়েছে,' উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। নিজস্ব চিত্র (PTI)
4/4তালিকায় আছে পশ্চিমবঙ্গও। রাজস্থানে ১২ বার শাটডাউন হয়েছে। তিন নম্বরে স্থান পশ্চিমবঙ্গের। সেখানে অশান্তি থামাতে মোট ৭বার ইন্টারনেট শাটডাউনের পথে হেঁটেছে প্রশাসন। ফাইল ছবি: টুইটার (PTI)