Neem Phooler Madhu: সংসারের পুরো দায়িত্বই কাঁধে, জলপাইগুড়িতে এক চালার বাড়িতে থাকেন ‘নিম ফুলের মধুর’ 'তিন্নি'
Updated: 23 Jun 2023, 02:25 PM ISTলিড রোল ছেড়ে হঠাৎ ‘নিম ফুলের মধু’তে খলনায়িকার চরিত্রে কেন অভিনয় করছেন? এর আগে এক সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছিলেন নবনীতা। বলেছিলেন, অনেকদিন তাঁর হাতে কোনও কাজ ছিল না। আগে যা টাকা পয়সা ছিল, তা দিয়েই তিনি এক বছর সংসার টেনেছেন। তবে কিছুটা বাধ্য হয়েই প্রথমদিকে এই খলনায়িকার চরিত্রে রাজি হয়েছিলেন।
পরবর্তী ফটো গ্যালারি