1/5প্রিয়াঙ্কা চোপড়া পুল থেকে ছবি শেয়ার করা মানেই ভক্তদের মুখ হাঁ। তবে এবার ‘দেশি গার্ল’-এর হটনেসে কাবু বিদেশি জামাই নিক জোনাসও। ছবির কমেন্ট সেকশনে নিকের বলা কথা নিয়েই এখন যত চর্চা!
2/5বিকিনি পরে খিলখিল করে হাসছেন প্রিয়াঙ্কা। এই ছবি ভাইরাল না হলে চলে!
4/5কমেন্ট সেকশনে নিক লিখেছেন, ‘Damn’। সঙ্গে ফায়ার ইমোজি। আর নিকের এই কমেন্ট নিমেষে ভাইরাল। নেট-নাগরিকরা মেনেই নিয়েছেন, ‘সত্যি ওরা খুব কিউট’।
5/5২০১৮ সালে রাজস্থানে প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেন নিক জোনাসকে। বয়সে ছোট নিকের সাথে সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এই তো দিনকয়েক আগেও ওদের বিচ্ছেদের খবর সামনে এসেছিল। এখন যদিও তাঁদের একটি মেয়েও হয়েছে। খুদের নাম রেখেছেন প্রিয়াঙ্কা মালতী মেরি চোপড়া জোনাস।